রামপুরা বাড্ডা ভাটারা নাগরিক উন্নয়ন পরিষদ

আমাদের কার্যক্রম

রামপুরা–বাড্ডা–ভাটারা নাগরিক উন্নয়ন পরিষদ একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন, যা ঢাকা ১১ এর মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিবর্তনের লক্ষ্যে কাজ করে।

আমাদের লক্ষ্য—“সবার জন্য শিক্ষা, কর্ম, বাসস্থান ও স্বাস্থ্য”—যেখানে প্রতিটি মানুষ মর্যাদাপূর্ণ, নিরাপদ ও উন্নত জীবনের সুযোগ পাবে।