রামপুরা বাড্ডা ভাটারা নাগরিক উন্নয়ন পরিষদ

মানবিক সহায়তা

রামপুরা–বাড্ডা–ভাটারা নাগরিক উন্নয়ন পরিষদ বিশ্বাস করে, মানবিকতা হল সব উন্নয়নের মূলভিত্তি। দুর্যোগের মুহূর্তে ক্ষুধার্ত মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া, গৃহহীনদের আশ্রয় দেওয়া কিংবা মৃতের মরদেহ যথাযথ মর্যাদায় দাফন করার মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়াই। বন্যা, শীত বা অগ্নিকাণ্ড—যে কোনো সংকটে আমরা ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ করি, দরিদ্রদের জন্য বিশেষ তহবিল গঠন করি এবং আইনি সহায়তার মাধ্যমে নিপীড়িতদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করি। চ্যারিটি ফান্ডরেইজারের মাধ্যমে আমরা এমন একটি সহায়তার চেইন তৈরি করি যেখানে প্রতিটি সহানুভূতিশীল মানুষ অংশ নিতে পারে।

আমাদের মানবিক সহায়তা কার্যাবলী

ত্রাণ বিতরণ

ঢাকা–১১ এলাকার দরিদ্র, নিম্নআয়ের পরিবার ও অসহায় মানুষের সহায়তায় নাগরিক উন্নয়ন পরিষদ নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। দুর্যোগ, জরুরি সংকট বা বিশেষ প্রয়োজনে খাদ্যসামগ্রী, পোশাক, চিকিৎসা সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে পরিবারের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

পুনর্বাসন

ঢাকা ১১ তে আগুন লেগে ঘরবাড়ি হারানো পরিবারগুলোকে আমরা শুধু ত্রাণ নয়, স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিই। অস্থায়ী আশ্রয়, ঘর নির্মাণে সহায়তা,ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য অর্থ ও সরঞ্জাম প্রদান চাল, ডাল, তেল, শুকনো খাবার, শিশুখাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তাদের জরুরি চাহিদা পূরণ আমাদের পুনর্বাসন কার্যক্রমের অন্তর্ভুক্ত।

মরদেহ ব্যবস্থাপনা

আর্থিক সংকটের কারণে কোনো পরিবার যেন প্রিয়জনের মরদেহ দাফন বা সৎকার করতে সমস্যার মুখে না পড়ে, সে জন্য আমরা বিনামূল্যে মরদেহ পরিবহন, দাফন-জানাজা, সৎকার পরিচালনা এবং আনুষঙ্গিক সহায়তা প্রদানে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। এতে আমাদের স্বেচ্ছাসেবক দল সুন্দর ভাবে এই কার্যক্রম পরিচালনা করবে যাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুবিধা ভোগ করতে পারে ।

বস্ত্র বিতরণ

মানবিক সহায়তার অন্যতম আরেকটি কার্যক্রম হলো বস্ত্র বিতরণ কর্মসূচী। রামপুরা–বাড্ডা–ভাটারা উন্নয়ন ফোরাম শীতকাল, ঈদ উতসব বা বিশেষ প্রয়োজনে বস্ত্রবিতরনের পরিকল্পনা হাতে নিয়েছে। শিশুদের পোশাক, স্কুল ইউনিফর্ম ও দৈনন্দিন ব্যবহারের কাপড় বিতরণ এ প্রকল্পেরই আওতাভুক্ত। প্রতিটি বিতরণে আমরা সচ্ছতা বজায় রাখি যাদে একজন সুবিধা বঞ্চিত মানুষও যেন বাদ না পড়ে।

খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

খাবারের পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কেও সচেতনতা তৈরি করি।বিশুদ্ধ পানি বিতরন এর পাশাপাশি আমরা ঢাকা ১১ এর জায়গায় জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করি। এবং বিশুদ্ধ পানি ও খাবার গ্রহনে সচেতনতা ক্যাম্পেইন করি।

ওয়াটার ফিল্টার স্থাপন

ঢাকা ১১ এ বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা। মানুষ প্রায়ই অনিরাপদ পানি পান করতে বাধ্য হয়, যা বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। এই সমস্যা সমাধানে রামপুরা–বাড্ডা–ভাটারা উন্নয়ন ফোরাম কমিউনিটি পর্যায়ে ওয়াটার ফিল্টার স্থাপন করছে। এই ফিল্টারগুলো স্থানীয় জনগোষ্ঠীকে নিরাপদ ও বিশুদ্ধ পানির উৎস সরবরাহ করে, যা স্বাস্থ্য ঝুঁকি কমায় এবং জীবনযাত্রার মান উন্নত করে।

দরিদ্র তহবিল

ঢাকা ১১ এর ৭০% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এবং এর মধ্যে ৪৪% চরম দারিদ্র্যের শিকার। এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে রামপুরা–বাড্ডা–ভাটারা উন্নয়ন ফোরাম একটি দরিদ্র তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে খাদ্য ও ত্রাণ বিতরণ, গৃহহীনদের জন্য আশ্রয়,ঘুরে দাড়ানোর জন্য অর্থ প্রদান এবং শীতে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানবাধিকার ও আইনি সহায়তা

দারিদ্র্য থেকে উদ্ভূত বাল্যবিবাহ, শিশুশ্রম, এবং আইনি জ্ঞানের অভাবে অনেক মানুষ নিপীড়নের শিকার হয়। রামপুরা–বাড্ডা–ভাটারা উন্নয়ন ফোরাম অসহায় ও নিপীড়িতদের জন্য মানবাধিকার ও আইনি সহায়তা প্রদান করে।

চ্যারিটি ফান্ডরেইজার

ঢাকা ১১ এর সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করতে রামপুরা–বাড্ডা–ভাটারা উন্নয়ন ফোরাম নিয়মিত চ্যারিটি ফান্ডরেইজার আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের সহানুভূতিশীল মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে থাকি এবং সেই অর্থ দিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করি।

রামপুরা–বাড্ডা–ভাটারা নাগরিক উন্নয়ন পরিষদ বিশ্বাস করে যে, মানবিকতা হলো সকল উন্নয়নের মূলভিত্তি। এই উদ্যোগের মাধ্যমে আমরা কেবল বর্তমান সমস্যার সমাধানই করছি না, বরং একটি টেকসই উন্নয়নের পথও তৈরি করছি।